এনআইডির তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন | চ্যানেল আই অনলাইন

এনআইডির তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এনআইডি সেবা গ্রহণকারী পাঁচটি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার করেছে বলে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে পূর্ণ তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন।

অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান হলো, স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথোরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের আইবাস।

Scroll to Top