আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে গেছে। যতই এদেশ-ওদেশ ঘুরুক তাতে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চার দিনের কর্মসূচির প্রথম দিনে শুক্রবার (১৯ মে) ৯ মহানগর ও ২৭ জেলায় সমাবেশ করেছে বিএনপি। রাজধানীর আদাবরে ঢাকা উত্তর বিএনপির এই আয়োজনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জনসমাবেশে তিনি সরকারকে জনগণের চোখের ভাষা বোঝার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সংঘাত চায় না। আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না জনগণ। আওয়ামী সরকারকে আর বিশ্বাস করার সুযোগ নেই।
মির্জা ফখরুল বলেন, চাপার জোরে করোনা, ঘূর্ণিঝড় মোখা ঠেকাতে পারে; কিন্তু জনতার যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে তা ঠেকাতে পারবে না ক্ষমতাসীনরা। মানুষ গ্যাস-বিদ্যুৎ-পানি না পেলেও সরকার বারবার দাম বাড়িয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
আরও পড়ুন: বিএনপি নেতারা গুলশানে গুজবের কারখানা খুলেছে: ওবায়দুল কাদের
/এম ই