
আলিপুর হাওয়া অফিস থেকে জানা যায় বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির লাল সর্তকতা। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া।