এখন যারা সংস্কারের কথা বলছেন তাদের কোন ম্যান্ডেট নেই: আমির খসরু | চ্যানেল আই অনলাইন

এখন যারা সংস্কারের কথা বলছেন তাদের কোন ম্যান্ডেট নেই: আমির খসরু | চ্যানেল আই অনলাইন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন যারা সংস্কারের কথা বলছেন তাদের কোন ম্যান্ডেট নেই। তবে সংস্কার কমিশন হয়েছে ভালো কথা, কমিশন রিপোর্ট এবং আমাদের ৩১দফাসহ আগামী সংসদে পেশ করা হবে।

তিনি আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বইমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খসরু বলেন, সংস্কার করে বাংলাদেশের পরিবর্তন হবে না, রাজনৈতিক সংস্কারে আমাদেরকে মনোযোগী হতে হবে।

চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সভায় আরো বক্তৃতা করেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নগর সভাপতি আলহাজ্ব এরশাদ উল্লাহ, আবুল হাসেম বক্কর, নাজিমুর রহমান, শেখ তৌহিদুল ইসলাম সহ অন্যরা।

Scroll to Top