একমাত্র সাকিবেরই এই রেকর্ড আছে – DesheBideshe

একমাত্র সাকিবেরই এই রেকর্ড আছে – DesheBideshe

ঢাকা, ১১ জুলাই – টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি— তিন সংস্করণে মোট ১৩ হাজার ৯৭১ রান নিয়ে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেমেছিলেন সাকিব আল হাসান। এদিন ৩৯ বলে ৩৯ রানের ইনিংস খেলেন সাকিব। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পার করলেন তিনি।

ব্যাট হাতে ১৪ হাজার রান ছাড়াও বল হাতে তিন সংস্করণ মিলিয়ে ৬৭৪ উইকেট আছে সাকিবের। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটে এখন ১৪ হাজার রানের পাশাপাশি ৬০০ উইকেটের মালিকও সাকিব। ক্রিকেট ইতিহাসে এই কীর্তি নেই আর কোনো খেলোয়াড়ের।

অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ১২ ও ১৩ হাজার রানের সাথে ৬০০ উইকেট অর্জনের কৃতিত্বও একা সাকিবের। যদিও উইকেটের সংখ্যা ৫ শ’র ঘরে নিয়ে আসলে যোগ হবেন জ্যাক ক্যালিস। তার সঙ্গে রান সংখ্যা ১১ হাজারে নিয়ে আসলে যোগ হবেন শহীদ আফ্রিদিও।

যদিও রান সংখ্যায় এই তিনজনের মধ্যে ক্যালিস ধরাছোঁয়ার বাইরে থেকে এগিয়ে আছেন। তিন সংস্করণ মিলিয়ে ক্যালিসের রান ২৫ হাজার ৫৩৪। তিনি মোট ৫৭৭ উইকেট নিয়েছেন। আর ৫৪১ উইকেটের সঙ্গে ১১ হাজার ১৯৬ রান আছে আফ্রিদির।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১১ জুলাই ২০২৩