একজোট হচ্ছে SBI, PNB, BOB-সহ ৫টি সরকারি ব্যাঙ্ক, তৈরি হতে চলেছে একটি ‘জয়েন্ট কোম্পানি’; এর কাজ কী হবে? জেনে নিন বিশদে

একজোট হচ্ছে SBI, PNB, BOB-সহ ৫টি সরকারি ব্যাঙ্ক, তৈরি হতে চলেছে একটি ‘জয়েন্ট কোম্পানি’; এর কাজ কী হবে? জেনে নিন বিশদে

Last Updated:

এই তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি), ব্যাঙ্ক অফ বরোদা (বিওবি) এবং আরও দুটি ব্যাঙ্ক।

News18একজোট হচ্ছে SBI, PNB, BOB-সহ ৫টি সরকারি ব্যাঙ্ক, তৈরি হতে চলেছে একটি ‘জয়েন্ট কোম্পানি’; এর কাজ কী হবে? জেনে নিন বিশদে
News18

একটি নতুন পরিকল্পনা কার্যকর করার জন্য একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে দেশের ৫টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক। এই তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি), ব্যাঙ্ক অফ বরোদা (বিওবি) এবং আরও দুটি ব্যাঙ্ক। ৫ কোটি টাকার তুলনায় কম ছোট রিটেল লোন এবং ক্ষুদ্র-মাঝারি ব্যবসার MSME লোন পুনরুদ্ধার করার জন্যই মূলত একটি ভিন্ন এই অ্যালায়েন্স চাইছে তারা। অর্থাৎ ৫ সরকারি ব্যাঙ্ক দ্বারা গঠিত এই সংস্থাটির একমাত্র কাজ হল – এই সমস্ত লোন বা ঋণ পুনরুদ্ধার করা।

ইকনমিক টাইমস-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, PSB Alliance Private Limited নামে একটি বিদ্যমান প্রতিষ্ঠানের মাধ্যমেই এই কাজ করা হবে। এই বিষয়ে যাঁদের জ্ঞান রয়েছে, তাঁদের দাবি, প্রথমে এই অ্যালায়েন্স এই গোটা প্রক্রিয়াটির নীলনকশা ছকে নেবে। প্রাথমিক ভাবে শুধুমাত্র এই ৫টি ব্যাঙ্ক এই প্রকল্পের আওতায় থাকবে। পরে অবশ্য অন্যান্য সরকারি ব্যাঙ্ক এখানে যোগ দেবে।

এই যৌথ সংস্থা গঠনে প্রচুর সুবিধা পাবে ব্যাঙ্কগুলি, বলছেন সিনিয়র ব্যাঙ্ক আধিকারিকরা…

১. ব্যাঙ্কগুলি নিজেদের মূল ব্যাঙ্কিং কাজের উপর মনোনিবেশ করতে পারবে।

২. যখন একই ঋণগ্রহীতা ভিন্ন ভিন্ন ব্যাঙ্ক থেকে একাধিক লোন নিয়ে থাকেন, তাঁর নেওয়া ঋণ পুনরুদ্ধার করা আরও সহজ হবে।

৩. National Asset Reconstruction Company (NARCL)-এর মতোই হবে এই সংস্থাটিও। একবার তা তৈরি হয়ে গেলেই সমস্ত সরকারি ব্যাঙ্ক এর স্টেক গ্রহণ করবেন।

এটা অনেকটা প্রথম পদক্ষেপ-এর মতোই:

আর এক ব্যাঙ্ক আধিকারিক জানালেন যে, বর্তমানে শুধুমাত্র ৩-৪টি সরকারি ব্যাঙ্ক নিজেদের ছোট লোন পুনরুদ্ধারের কাজ সঁপে দেয় বহিরাগত কোনও কোম্পানির হাতে। ফলে এই নতুন জয়েন্ট রিকভারি কোম্পানিটি প্রথম এই ধরনের কোম্পানি হতে চলেছে। এরপরেও যদি লোন পুনরুদ্ধার না করা যায়, তাহলে সেই অ্যাকাউন্টটিকে NARCL-এর মতো Asset Reconstruction Company (ARC)-র কাছে পাঠানো হতে পারে। এর ফলে বড় লোনগুলি পুনরুদ্ধারের উপর আরও বেশি মনোযোগ দিতে পারবে ব্যাঙ্কগুলি।

সেরা কুড়িতে থাকা সর্ববৃহৎ খারাপ লোন:

অর্থ মন্ত্রকের তরফে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, নিজেদের সেরা কুড়ি সর্ববৃহৎ এনপিএ-গুলিকে নিয়মিত ভাবে পর্যালোচনা করতে হবে। সেই সঙ্গে তিন মাসেরও বেশি সময় ধরে কমিটি অফ ক্রেডিটরের সঙ্গে বাকি থাকা সেটেলমেন্টের প্রস্তাবের উপরেও নজর রাখতে হবে। এদিকে PSB Alliance-এর এক আধিকারিক জানিয়েছেন যে, এই নতুন রিকভারি সংস্থা সম্পূর্ণ ভাবে কাজ শুরু করবে এই অর্থবর্ষের মধ্যেই।

Scroll to Top