উপদেষ্টা ফারুকী শঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা | চ্যানেল আই অনলাইন

উপদেষ্টা ফারুকী শঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা | চ্যানেল আই অনলাইন

সরকারি সফরে কক্সবাজারে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এখন শঙ্কামুক্ত। রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

শনিবার (১৬ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর উপদেষ্টার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান। কক্সবাজার থেকে শনিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় আনা হয়।

এরআগে, ৫ দিনের সরকারি সফরে শুক্রবার কক্সবাজারে যান সংস্কৃতি উপদেষ্টা। কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে অংশীজনদের নিয়ে দু’দিনের কর্মশালায় আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। শনিবার রাত ৮টার দিকে হোটেল ওশান প্যারাডাইসে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

এদিকে সংস্কৃতি উপদেষ্টার স্ত্রী বিশিষ্ট অভিনেত্রী নূসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মোস্তফা সরয়ার ফারুকী হাসপাতালে চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত। তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তিনি।

কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে সংস্কৃতি উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

সংস্কৃতি উপদেষ্টার অসুস্থতার কারণে কক্সবাজারের কর্মশালাটি স্থগিত করা হয়েছে।

Scroll to Top