ঈদের পর রাজপথে ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে: মায়া

ঈদের পর রাজপথে ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে: মায়া

ঈদের পর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজপথে জবাব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। কোন দলের কত শক্তি আছে তখন দেখা যাবে বলে হুঁশিয়ারি করেন তিনি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

দেশে নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে উল্লেখ করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আগামী দিনে রাজপথে যুবলীগ আরও সক্রিয় হয়ে উঠবে।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপি-জামায়াতের চরিত্রই আগুন সন্ত্রাস করা। সাম্প্রতিক আগুনের ঘটনা বিএনপি-জামায়াতেরই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেয়া হবে।

/এমএন

Scroll to Top