ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, বাস-রেলওয়ে স্টেশনে ভিড় – DesheBideshe

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, বাস-রেলওয়ে স্টেশনে ভিড় – DesheBideshe


ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, বাস-রেলওয়ে স্টেশনে ভিড় – DesheBideshe

ঢাকা, ০১ এপ্রিল – ঈদের পরদিনও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে। লম্বা ছুটি থাকায় স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে রওনা দিচ্ছেন বাড়ির পথে। অনেকে আবার পরিবার নিয়ে সময় কাটাতে যাচ্ছেন ঘুরতে।

মঙ্গলবার (১ এপ্রিল) কমলাপুর রেল স্টেশনের ক‌মিউটার টিকিট কাউন্টারে ছিলো প্রচণ্ড ভিড়। ট্রেনগু‌লো ও ছিলো যাত্রী‌তে ঠাসা। মহাখালী বাস টা‌র্মিনা‌লেও ছিলো যাত্রী‌দের ভিড়। ঈদযাত্রা নিয়ে যাত্রীরা বলছেন, ভোগা‌ন্তি এড়াতে অনেকে ঈদের পরের দিন ঢাকা ছাড়ছেন তারা।

তবে টিকিট না পেয়ে অভিযোগও রয়েছে অনেকের। কমিউটার ট্রেনে দীর্ঘ অপেক্ষার পরও পাওয়া যাচ্ছে না টিকিট। অনেকেই প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাধ্য হয়ে কাটছেন অন্য রুটের টিকিট।

যাত্রীরা অভিযোগ করছেন, মূলত ভিড় এড়াতেই ঈদের পরে যাত্রা তাদের। কিন্তু এরপরেও কেন পাওয়া যাচ্ছে না ট্রেনের টিকিট? রেলওয়ে সূত্র বলছে, ঈদের পরদিন নেই পর্যাপ্ত ট্রেনের শিডিউল। যার জন্য যাত্রী অনুযায়ী দেয়া যাচ্ছে না ট্রেনের টিকিট৷ শিডিউল স্বাভাবিক হবে বুধবার থেকে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০১ এপ্রিল ২০২৫



Scroll to Top