ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ধান, নদী, খাল—ইলিশের নিবাস বরিশাল’ স্লোগানকে সামনে রেখে ‘মলিদা উৎসব’ আয়োজন করেছে বরিশাল জেলা কল্যাণের শিক্ষার্থীরা।
আজ রোববার ১৭ আগস্ট সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে এই আয়োজন করা হয়।
উৎসবটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জুলাই-৩৬ হল প্রভোস্ট অধ্যাপক ড. এ.কে.এম. শামছুল হক ছিদ্দিকী, বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাহত প্রমুখ। এর আগে, অনুষ্ঠানটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় শিক্ষার্থীরা নারিকেল বাটা, আদা বাটা, চিড়া, আতপ চাল বাটা, মুড়িসহ বিভিন্ন মজাদার উপাদান দিয়ে এই ‘মলিদা’ তৈরি করেন বলে জানান।
শিক্ষার্থীরা বলেন, ‘মলিদা আমাদের একটি ঐতিহ্যবাহী খাবার। আমরা আমাদের ঐতিহ্যগুলো ফুটিয়ে তোলার জন্য মূলত এই আয়োজন করেছি। সামনে শীতকালে আমাদের বরিশাল বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে আরও কিছু ব্যতিক্রম আয়োজন করবো।’
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বরিশালের মানুষ খুবই অতিথিপরায়ণ। আমরা আমাদের সব কিছু (ঐতিহ্য-সংস্কৃতি) ভাগ করি অন্য মানুষদের সঙ্গে। ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক আনন্দমুখর— এটিই যেন হয় আমাদের লক্ষ্য। অন্য বিভাগকেও আমরা বলবো—আনন্দের অনুষ্ঠান করো, সংঘাত পরিহার করো।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘তোমরা সময় নষ্ট করোনা, তোমাদের মূল লক্ষ্য পড়াশোনা—সেটিই ভালো করে করো। রাতে বাইরে ঘুরাঘুরি করোনা। আজ থেকে আমি বিভিন্ন হলে যাবো—ব্যক্তিগত ভাবে মোটিভেশনাল কিছু কাজ করবো।’