ইসরায়েলের তেল আবিব এবং মধ্যাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হামাস। রাফা থেকে অন্তত ৮ টি রকেট ঢুকে পড়ে ইসরায়েলে। ঘটনায় সাইরেন বেজে ওঠে তেল আবিবের হারজলিয়া এবং পেতাহ তিভকা-সহ অন্যন্য শহরে।