ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক দিনে ১২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে তিন শিশুসহ আরো আটজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) আনাদোলু অ্যাজেন্সি-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭২২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৫৪ হাজার ৫২৫ জনে দাঁড়িয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ১৮৫ জন আহত হয়েছেন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা এক হাজার ৮৫৯ জনে দাঁড়িয়েছে এবং ১৩ হাজার ৫৯৪ জনেরও বেশি আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানায়, অনাহার ও অপুষ্টিতে তিন শিশুসহ আরো আটজনের মৃত্যু হয়েছে। এর ফলে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ২৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০৬ জন শিশুও রয়েছে।
চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির দুই মাসের মধ্যেই ইসরায়েল আবারো ব্যাপকহারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১০ হাজার ২০১ জন ফিলিস্তিনি নিহত এবং ৪২ হাজার ৪৮৪ জন আহত হয়েছেন। এর আগে, ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেয়। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও করা হয়।