ইসরায়েলি সেনা ক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলা, বহু হতাহত | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলি সেনা ক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলা, বহু হতাহত | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলি সেনা ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায় নিহত হয়েছেন অন্তত চারজন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৬০ জন ইসরায়েলি সেনা। ইসরায়েলের হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় দেশটির সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে এই হামলা চালানো হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়ম লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

GOVT

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় হাইফার বেনইয়ামিনায় ইসরায়েলি সামরিক ক্যাম্পে হামলা চালানো হয়েছে। ওই এলাকাটি ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে।

ইসরায়েলের সামরিক রেডিওতে হিজবুল্লাহর ড্রোন হামলায় চারজন নিহত হওয়ার খবর প্রচার করা হয়েছে। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, আহতের সংখ্যা ৩৯। যদিও পরবর্তীতে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত ৬৭ জন।

Scroll to Top