#নয়া দিল্লি: গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার দিচ্ছে Paytm। বিদ্যুৎ বিল পরিশোধের জন্য বিজলি ডে (Bijlee Days) অফার চালু করছে অ্যাপটি। এবার থেকে প্রতি মাসে ১০ থেকে ১৫ তারিখ এই অফার আনবে পেটিএম। এই অফারে অন্তত ৫০ জন গ্রাহককে বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দেবে এই অ্যাপ। তবে এই বিদ্যুতের বিল ২ হাজার টাকার মধ্যে হলে তবেই ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক মিলছে।
পেটিএম অ্যাপ থেকে বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করা যায়। পেটিএম-এর নিজস্ব ওয়ালেট ছাড়াও রয়েছে ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং-এর মতো পরিষেবা। এর পাশাপাশি Paytm Postpaid বলেও একটি পরিষেবা রয়েছে। যেখানে গ্রাহকরা চাইলে, পরেও বিলের টাকা মিটিয়ে দিতে পারবেন।
বিদ্যুৎ বিল পরিশোধের জন্য দেশের প্রধান রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পেটিএম এই সুবিধা এনেছে। এই জন্য বিদুতের বিল প্রদানকারী সরকারি এবং বেসরকারি ৭০টি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা। ইলেকট্রিক বিল পেমেন্ট করতে প্রথমে গ্রাহকদের পেটিএম অ্যাপে ‘electricity’ অপশনে ক্লিক করতে হবে। তার পরে ‘recharges and bill payments’ সেকশনে যেতে হবে।
এখানে নতুন একটি পেজ খুলবে। সংশ্লিষ্ট গ্রাহকের আইডেনটিফিকেশন নম্বর, রাজ্যের নাম, বিদ্যুৎ প্রদানকারী সংস্থার নাম, গ্রাহকের নাম দিতে হবে। তার পরে সেই গ্রাহকের বিদ্যুতের বিলের টাকার পরিমাণ দেখাবে।
আরও পড়ুন, হাইকোর্টে এসে যোগ্য়তা প্রমাণ তৃণমূল নেতার, মামলাকারীকেই জরিমানা করলেন বিচারপতি
এবার সেই গ্রাহক যে কোনও পেমেন্ট অপশন থেকে বিল মিটিয়ে দিতে পারবেন। সেই গ্রাহক যদি ৫০ জনের মধ্যে পড়েন, তাহলে তিনি বিল পেমেন্টের পরেই ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
আরও পড়ুন, নরেন্দ্রপুরে উদ্ধার বিবস্ত্র, বেহুঁশ তরুণী! গণধর্ষণে অভিযুক্ত হবু স্বামী, দেওর
তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিভিন্ন অফার সামনে এনেছে পেটিএম। কয়েকদিন আগেই এলপিজি সিলিন্ডার বুকিং-এর ক্ষেত্রে অফার দিয়েছিল পেটিএম অ্যাপ।
Published by:Suvam Mukherjee
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cashback, Electricity bill, Paytm