ইরানের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২১, আহত ৩৪ – DesheBideshe

ইরানের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২১, আহত ৩৪ – DesheBideshe

ইরানের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২১, আহত ৩৪ – DesheBideshe

তেহরান, ১৯ জুলাই – ইরানের দক্ষিণাঞ্চলে একটি বাস উল্টে অন্তত ২১ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছে।

ফারস প্রদেশের জরুরি বিভাগের প্রধান মাসউদ আবেদ জানান, শিরাজ শহরের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। উদ্ধার অভিযান এখনো চলছে। বিস্তারিত তদন্ত শেষে চূড়ান্ত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

ইরানে প্রতি বছর প্রায় ১৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দেশটিতে পুরোনো যানবাহনের ব্যবহার, জরুরি সেবার দুর্বলতা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বল প্রয়োগকে এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে দায়ী করা হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৯ জুলাই ২০২৫



Scroll to Top