মৌসুমের শুরু থেকেই উজ্জ্বল বার্সেলোনার স্প্যানিশ বিস্ময় লামিন ইয়ামাল। লা লিগায় নতুন মৌসুমে জয়ে সূচনা করেছে বার্সা। মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা, তিন গোলের প্রথমটি করেছেন রাফিনহা, যা অ্যাসিস্ট করেছেন ইয়মালা এবং ৯৪ মিনিটে নিজেও গোল করেছেন তিনি।
১৮ বর্ষী ইয়ামালের দিকে প্রতিপক্ষের বাড়তি নজর থাকছে। কোন কোন সময় প্রতিপক্ষ তাকে আটকাতে না পারলে আক্রমণাত্মক হয়ে উঠছে। যেজন্য ইয়ামালকে নিয়ে বার্সা কোচ হ্যান্সি ফ্লিককে সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় স্টিভ ম্যাকম্যানান।
৫৩ বর্ষী স্টিভ শুধু সতর্ক করেননি, ইয়ামালের প্রতিভার প্রশংসাও করেছেন, ‘খেলার শুরুতে আমরা তার কথা বলেছি এবং খেলায় তিনি গোল করেছেন। আমরা সবসময় তার প্রতিভার কথা বলতেই থাকবো। আমরা গত মৌসুমেও বলেছি। এবছর লা লিগার পোস্টারবয় তিনি। ইয়ামাল ডানে বামে দুদিকেই সমানতালে খেলতে পারেন। আরও উন্নতি করবেন।’
ম্যাকম্যানান বার্সা কোচ ফ্লিককে সতর্ক করেছেন কারণ ইয়ামালের উপর প্রতিপক্ষের বাড়তি নজর থাকে, প্রতিপক্ষ খেলোয়াড়দের উসকানির ঝুঁকিতে থাকেন তিনি, ফলে অনাহূত চোটও আসতে পারে ইয়ামালের।
‘বার্সেলোনা ইয়ামালকে খুবই সতর্কতায় রাখে। মনে করি কোন সময়ে বার্সা ম্যাচে ভালো অবস্থানে থাকলে, সেসময় ইয়ামালাকে যেন কোচ বদলি করেন। তাকে সবসময় ব্যবহার করা উচিত নয়। তার মতো একজন খেলোয়াড় আমাদের জন্য এবং লা লিগার জন্য সত্যি আনন্দের, তার প্রতিভা মাঝে মাঝে প্রতিপক্ষকে ক্ষুব্ধ করে তোলে। লক্ষ্য করেছি, মায়োর্কার খেলোয়াড়রা ইয়ামালকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন।’