ইনস্টাগ্রামে মুছে ফেলা ছবি ও ভিডিও ফিরিয়ে আনতে করণীয়

ইনস্টাগ্রামে মুছে ফেলা ছবি ও ভিডিও ফিরিয়ে আনতে করণীয়

‎বর্তমান সময়ে নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম। যদি ইনস্টাতে কোন শেয়ার করা ছবি বা রিল বা ভিডিও কোন কারণে ডিলিট হয়ে যায়, তাহলে তা সহজেই ফেরত আনা সম্ভব। তাও আবার সহজ উপায়ে।

‎আসুন জেনে নেই ডিলিট হওয়া কোন কিছু ফিরে পেতে যা যা করতে হবে …

‎* প্রথমে স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করুন।

‎* এরপর দেখুন স্ক্রিনের নিচে ডানদিকে আপনার প্রোফাইল পিকচার রয়েছে। সেটিতে ট্যাপ করে নিজের প্রোফাইলে যান।

‎* এবার সেই পেজের ডানদিকে উপরে ‘মোর’ (More) অপশনে ক্লিক করুন।

ইনস্টাগ্রামে মুছে ফেলা ছবি ও ভিডিও ফিরিয়ে আনতে করণীয়

‎* সেখানে অ্যাকটিভিটি কন্ট্রোলস দেখতে পাবেন। তাতে দেখুন ইওর অ্যাকটিভিটি রয়েছে। ট্যাপ করুন।

‎* পেয়ে যাবে রিসেন্টলি ডিলিটেড অর্থাৎ সম্প্রতি মুছে ফেলা ফোল্ডারটি। যদি সম্প্রতি কোনও কনটেন্ট ডিলিট না করে থাকেন, তাহলে সেটি ফাঁকাই থাকবে। তার গত ৩০দিনে কিছু ডিলিট করে থাকলে সেটি সেখানেই দেখা যাবে।

‎* যে কনটেন্টটি খুঁজতে চান, অর্থাৎ রিলস, ভিডিও কিংবা ছবি, সেটি টাইপ করুন।

‎* যে কনটেন্টটি ফিরে পেতে চান, সেটি খুঁজে পেলে তাতে ক্লিক করুন।

‎* এবার ‘মোর’ অপশনটিতে ট্যাপ করে রিস্টোর অপশনের উপর ক্লিক করতে হবে।

‎আপনার কাজ এবার শেষ, এরপর নিজের প্রোফাইলে এসে দেখুন, হারানো কিংবা ডিলিট করা পোস্টটি আবারো ফিরে আসবে।

Scroll to Top