দুর্নীতি ও বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গাবতলীর স্থায়ী ক্যাম্পাসে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির বর্তমান চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান তানিমের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অন্যায়ভাবে ছাটাইসহ আরও নানা অভিযোগ করেন। এ সময় শিক্ষার্থীরা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
শিক্ষার্থীদের অভিযোগগুলো হলো— বিশ্ববিদ্যালয়ের শ্যামলী ক্যাম্পাসের ৩০ কোটি মূল্যের ১০ হাজার স্কয়ার ফুটের ফ্লোর বিক্রি, ভুয়া এজিএমের মাধ্যমে চারজনকে সরিয়ে নিজেদের লোকজন দিয়ে ট্রাস্টি বোর্ড গঠন, পূর্ব নোটিস না দিয়ে জোরপূর্বক ৩০ জনের অধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা, প্রতিবাদ করায় ছাত্রদের হুমকি ও মিটিং অনুমোদন ছাড়াই ভবনের সংস্কার।
এ বিষয়ে জানতে আহমেদ ফরহাদ খান তানিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাকে ফোনে পাওয়া যায়নি।
/এটিএম/আরএইচ