ইউক্রেনে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাল জার্মানি

ইউক্রেনে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাল জার্মানি

পোলান্ড-ইউক্রেন সীমান্ত দিয়ে এই প্রতিরক্ষাব্যবস্থা হস্তান্তর করা হয়। কয়েক মাস ধরে ইউক্রেন সরকার জার্মানির কাছে এই বিশেষ ধরনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চাচ্ছিল। জার্মানি এর আগে ইউক্রেনের গোলন্দাজ বাহিনীর জন্য মার্ডা নামের ট্যাংক সরবরাহ করলেও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাতে গড়িমসি করছিল।

জার্মানির ডের স্পিগেল সংবাদপত্র জানিয়েছে, দীর্ঘ অপেক্ষার পর জার্মানির কাছ থেকে বিমান–বিধ্বংসী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আইআরআইএস-টি পেয়েছে ইউক্রেন। মঙ্গলবার প্রথম চালানে চারটি আইআরআইএস-টি ইউক্রেনের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এগুলো পাঠানো হয় পোল্যান্ড সীমান্ত দিয়ে।

Scroll to Top