আসন নিয়ে দ্বন্দ্বে যাত্রীদের মারধর, সেনাবাহিনীর হাতে ৬ জন আটক

আসন নিয়ে দ্বন্দ্বে যাত্রীদের মারধর, সেনাবাহিনীর হাতে ৬ জন আটক

জুমবাংলা ডেস্ক : নৈশকোচে আসন নিয়ে দ্বন্দ্বে যাত্রীদের মারধরের অভিযোগে ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার (৬ জুন) বিকালে তাদের আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

আসন নিয়ে দ্বন্দ্বে যাত্রীদের মারধর, সেনাবাহিনীর হাতে ৬ জন আটকআসন নিয়ে দ্বন্দ্বে যাত্রীদের মারধর, সেনাবাহিনীর হাতে ৬ জন আটক

নৈশকোচের চালক ও যাত্রীরা অভিযোগ করেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দ্যেশে ছেড়ে আসা স্টার ট্রাভেলস নৈশকোচটি গাজীপুর পার হলে আসন নিয়ে পঞ্চগড়ের যাত্রী ফয়সাল হোসেনের সঙ্গে ঠাকুরগাঁও সদরের যাত্রী আল আমিনের কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।

গাড়িটি শুক্রবার বিকেলে যাত্রী নামাতে ঠাকুরগাঁওয়ের ছোটখোঁচাবাড়ি বাজারে থামালে হঠাৎ করে আল আমিনের ১০-১২ জন সহযোগী গাড়ির ভেতরে প্রবেশ করে এবং অন্য যাত্রীদের মারধর শুরু করে। এ সময় বেশ কয়েকজন যাত্রী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নৈশকোচের চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর টহলদলের সামেন গাড়ি দাড় করান। পরে সেনাবাহিনীকে বিষয়টি জানালে তারা আল আমিনসহ ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

অন্যরা গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই পালিয়ে যান। আটকৃতদের সবার বাড়ি ঠাকুরগাঁওয়ের নারগুণ ও বেগুনবাড়ি এলাকায়।

Scroll to Top