আলাভেসের বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়

আলাভেসের বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়


স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৭

লা লিগার প্রথম কয়েক ম্যাচে দুইবার পয়েন্ট হারিয়ে বেশ চাপে পড়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর থেকেই জয়রথ ছুটছে তাদের। সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসকে হারাতে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে রিয়ালকে। ঘরের মাঠে এমবাপে-রদ্রিগোদের গোলে আলাভেসকে ৩-২ ব্যবধানে হারিয়ে টানা ৪ ম্যাচে জয় পেল রিয়াল। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার উপর চাপটাও বজায় রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে অবশ্য প্রথম ভাগে দাপট দেখিয়েছে রিয়ালই। মাত্র ৫৫ সেকেন্ডের মাথায় লিড পায় তারা। ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে গোল করেন লুকাস ভাসকেজ। এরপর তেমনে একটা আক্রমণ সাজাতে পারছিল না রিয়াল। ৪০ মিনিটে আবারও গোলের দেখায় পায় মাদ্রিদ। জুড বেলিংহামের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোল পান কিলিয়ান এমবাপে। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

হাফ টাইমের ঠিক পরপরই ব্যবধান আরও বাড়ায় রিয়াল। ৪৮ মিনিটে ভাসকেজের পাসে বল পেয়ে দারুণ এক শটে গোল করেন রদ্রিগো। ৩-০ গোলে এগিয়ে গিয়ে রিয়ালের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে তখন।

তবে রিয়ালকে সেই জয়টা এত সহজে তুলে নিতে দেয়নি আলাভেস। ম্যাচের শেষভাগে মুহুর্মুহু আক্রমণে রিয়াল রক্ষণভাগের কঠিন পরীক্ষা নিয়েছে আলাভেস। ৭৭ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন রেবাচ। ৮৫ মিনিটে আর ভুল করেননি কার্লোস ভেনাভিডেজ। গুয়েভারার পাসে বল পেয়ে এক গোল শোধ করেন তিনি।

ঠিক পরের মিনিটেই দ্বিতীয় গোল পায় আলাভেস। ভেনাভিডেজের অ্যাসিস্টে আলাভেসের দ্বিতীয় গোল আসে কিকে গারসিয়ার পা থেকে। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও আর ম্যাচে সমতা আনতে পারেনি আলাভেস। ৩-২ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল রিয়াল। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।

সারাবাংলা/এফএম


রিয়াল মাদ্রিদ
লা লিগা

Scroll to Top