আর্জেন্টিনা ম্যাচে নেইমারসহ ১০ ব্রাজিলিয়ান নিষেধাজ্ঞার শঙ্কায় | চ্যানেল আই অনলাইন

আর্জেন্টিনা ম্যাচে নেইমারসহ ১০ ব্রাজিলিয়ান নিষেধাজ্ঞার শঙ্কায় | চ্যানেল আই অনলাইন

চলতি মাসে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। সুপার ক্ল্যাসিকো সামনে রেখে বড় এক বিপদের মুখে দাঁড়িয়ে সেলেসাও বাহিনী। একাধিক ব্রাজিলীয় ফুটবলারের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে হবে ব্রাজিলকে। সেই ম্যাচের আগে নেইমার-ভিনিসিয়াস জুনিয়রসহ ব্রাজিলের ১০ ফুটবলার ইতিমধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন। কলম্বিয়া ম্যাচে ১০ জনের মধ্যে যে-ই আবার হলুদ কার্ড দেখবেন, ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে পরের ম্যাচ খেলা হবে না তার।

কনমেবলের নিয়ম অনুযায়ী বাছাইপর্বে দুই হলুদ কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়। ইতিমধ্যেই একবার করে হলুদ কার্ড দেখেছেন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রদ্রিগো, এডেরসন মোয়ারেস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ব্রুনো গুইমারায়েস, আন্দ্রে, দানিলো ও ম্যাথিউস কুনহা।

লাতিন আমেরিকার বাছাইয়ে টেবিলে পাঁচে আছে ব্রাজিল। ১২ ম্যাচে পয়েন্ট ১৮। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১২ ম্যাচে ২৫। চারে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১২ ম্যাচে ১৯।

Scroll to Top