‘মাদারীপুর থেকে আড়াই ঘণ্টায় ঢাকা এসেছি। এটা সম্ভব হয়েছে পদ্মা সেতুর কারণে। আজ আমরা দেশের আরেক উন্নয়নের সাক্ষী হলাম। আজ দেশে সবচেয়ে দীর্ঘ উড়ালসড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে আজ শনিবার বিকেলে কথাগুলো বলছিলেন মাদারীপুরের বাসিন্দা আফজাল করিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে তিনটার দিকে দেশের প্রথম দ্রুতগতির উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) উদ্বোধন করেছেন। আফজাল জানান, তিনি এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকা এসেছেন।
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত উড়ালসড়কের অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি মোনাজাতে অংশ নেন। পরে আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে যোগ দিতেই ঢাকা ও ঢাকার আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। তাঁদের নিয়ে আসা যাত্রীবাহী বাসগুলো জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে রাখা হয়। সেখানেই বিভিন্ন এলাকার নেতা–কর্মীরা অবস্থান করছিলেন।