আরও ৬ জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্ত করেছে হামাস | চ্যানেল আই অনলাইন

আরও ৬ জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্ত করেছে হামাস | চ্যানেল আই অনলাইন

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় আরও ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। শর্ত মানলে বাকি সব জিম্মিকে একসঙ্গেই মুক্তি দিতে রাজি আছে বলে জানিয়েছে হামাস।

দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিনেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) মুক্তি পাওয়া ৬ জিম্মির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ৬২০ ফিলিস্তিনির মুক্তি পাওয়ার কথা রয়েছে। গত ১৯ জানুয়ারি এ যুদ্ধবিরতি শুরু হয়েছে।

প্রথম ধাপের ৪২ দিনের যুদ্ধবিরতির সময় ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। বিনিময়ে ইসরাইলের কারাগার থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার কথা রয়েছে।

শর্ত মানলে এক ধাপে বাকি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হামাস প্রস্তুত রয়েছে বলে সংগঠনের এক মুখপাত্র জানিয়েছেন। পাশাপাশি যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের সব ধাপ বাস্তবায়নে হামাসের আন্তরিকতার বিষয়টিও পুনর্ব্যক্ত করেন তিনি।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

Scroll to Top