আমার পরিবারও বরবাদের টিকিট পাচ্ছে না – DesheBideshe

আমার পরিবারও বরবাদের টিকিট পাচ্ছে না – DesheBideshe



আমার পরিবারও বরবাদের টিকিট পাচ্ছে না – DesheBideshe

ঢাকা, ১৪ এপিল – ঈদে মুক্তির পর থেকে সারাদেশে ভাল ব্যবসা করছে মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। প্রথমদিন থেকে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে এবং সিঙ্গেল স্ক্রিনে ছবিটির টিকেট সংকট দেখা গেছে। দর্শকরা টিকেট না পেয়ে হতাশ হচ্ছে, সিনেপ্লেক্সে বরবাদের টিকেট না পেয়ে অন্য সিনেমা দেখছেন অনেকে।

তবে শুধু দর্শকই নয়, শাকিব খানের পরিবারও ‘বরবাদ’ দেখার জন্য টিকিট পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বয়ং নায়ক। এক সংবাদমাধ্যমে শাকিব খান বলেন, ‘আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ায় তারা ‘বরবাদ’ দেখতে পারেনি।’

শাকিব খান বলেন, ‘প্রতিদিনই এ নিয়ে অভিযোগ শুনতে হয়, কোথাও তো টিকেট পাচ্ছি না। কিন্তু কী করার, সবাই মিলে দেখতে হলে ন্যূনতম ২০-৩০টি টিকিট প্রয়োজন, এত টিকিট একসঙ্গে এই সময়ে পাওয়া মুশকিল। সবাইকে বুঝিয়েছি, কয়েকটা দিন অপেক্ষা করতে। না হলে সবার জন্য হয়তো পুরো একটা শো বুক করতে হবে।’

এদিকে বাংলাদেশে সাফল্যের পর আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’। আন্তর্জাতিকভাবে এই দুই দেশে ছবিটির পরিবেশনা করছে শাকিব খানের ডিসট্রিবিউশন কোম্পানি এসকে ফিল্মস ইউএসএ। ধারণা করা যাচ্ছে, গ্লোবাল মার্কেটেও সাফল্য বয়ে আনবে ছবিটি।

আইএ/ ১৪ এপিল ২০২৫



Scroll to Top