দুই বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। সে সময় আব্রামকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক, নায়াগ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন শাকিব। সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী ও জয়ের মা অপু বিশ্বাসও। শাকিব তখন বলেছিলেন, “আমি চাই আব্রামের মনে থাকুক সুন্দর স্মৃতি।”
সফর শেষে দেশে ফিরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়েও সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন শাকিব। পাশাপাশি জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একইরকম স্মৃতি উপহার দিতে চান তিনি। ঠিক দুই বছর পর সেই ইচ্ছেরই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে ছোট ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রে।
এবারের যুক্তরাষ্ট্র সফরে কিছু দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন এই তারকা বাবা। জানা গেছে, জুলাইয়ের একেবারে শেষ দিকে ছেলে শেহজাদকে সঙ্গে নিয়ে নিজের ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তার মা শবনম বুবলী। যুক্তরাষ্ট্রে ছেলে বীরের জন্মস্থান সংক্রান্ত কিছু কাগজপত্র হালনাগাদসহ ব্যক্তিগত কাজ করতেই এ সফর, থাকবেন প্রায় তিন মাস।
এদিকে বর্তমানে নিউ ইয়র্কেই আছেন শাকিব, তিনি দেশে ফিরবেন আগস্টের মাঝামাঝি সময়ে! ফলে দিন পনেরোর মতো বাবা-ছেলে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরী হয়েছে।
শাকিব জানিয়েছেন,“কাজের ব্যস্ততায় তো সন্তানদের সময় দিতে পারি না। তাই চেষ্টা করব শেহজাদকে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার।”
তিনি আরও বলেন, “সবার কাছে আমি তারকা, কিন্তু আব্রাম আর শেহজাদের কাছে আমি বাবা। আমি চেষ্টা করি, যতটুকু সময় পাই, ওদের জন্য দিতে। ওরা আমার ভালোবাসা, শক্তি আর প্রেরণা।”
শাকিব-বুবলীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, “দুই স্ত্রীর কারো সঙ্গেই শাকিবের ব্যক্তিগত সম্পর্ক নেই এখন। কিন্তু দুই সন্তান—আব্রাম এবং শেহজাদ—দুজনের প্রতিই তিনি বরাবরই দায়িত্বশীল। এর আগেও তিনি বলেছিলেন, ‘সময় সুযোগ মিললে ছোট ছেলে বীরকেও যুক্তরাষ্ট্রে কোয়ালিটিফুল সময় দিবেন।’ এবার সেই সুযোগটাই পাচ্ছেন।”
সূত্র আরও জানায়, শাকিব খান আগস্টের মাঝামাঝি দেশে ফিরবেন। অন্যদিকে, বুবলী দেশে ফিরবেন অক্টোবরের শেষ দিকে।