আবারও মেসির জোড়া গোল, মিয়ামির বড় জয় | চ্যানেল আই অনলাইন

আবারও মেসির জোড়া গোল, মিয়ামির বড় জয় | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বকাপজয়ীর পায়ের জাদুতে বিরতি নেই। ৩৮ বর্ষী লিওনেল মেসির জোড়া গোলে ফের বড় জয় নিয়ে মাঠ ছেড়েচে মিয়ামি। নিউইয়র্ক রেডবুলসের মাঠে ৫-১ গোলে জিতেছে মিয়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) ভালো ছন্দে আছেন মেসি, লুইস সুয়ারেজ, জর্ডি আলবারা।

রোববার সকালে নিউজার্সির স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে লিগে নিজদের ২০তম ম্যাচে বড় জয়ের নায়ক মেসি। প্রথমার্ধের ১৪ মিনিটে রেড বুলস গোল করে এগিয়ে গেলে ম্যাচের হাল ধরেন মেসি-আলবারা। আলবার একটি গোল, মেসি এবং তেলেস্কো সেগোভিয়া দুটি করে গোল পেয়েচেন। রেড বুলসদের একমাত্র গোলটি আসে আলেক্সান্ডার হ্যাকের থেকে।

ম্যাচের প্রথমদিকে ফাউল হয় বেশ কয়েকটি। ফাউল দিয়ে শুরু হওয়া ম্যাচের ১৪ মিনিটে পিছিয়ে পড়ে মেসিবাহিনী। বুলসদের পাওয়া কর্নার থেকে হ্যাকের জোড়াল শট মিয়ামির জালে যায়। ম্যাচে ফিরতে সময় লাগেনি হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের। ২৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ৪ জনের মাঝে দিয়ে মেসির থ্রুতে আসা বলে আলবার বাঁ-পায়ের শটে প্রথম গোল পায় মিয়ামি। তিন মিনিট পর আলবার অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন সেগোভিয়া। বিরতিতে যাওয়ার মিনিটে ফেদেরিকো রেডোন্ডোর অ্যাসিস্টে ব্যবধান বড় করে সেগোভিয়ার দ্বিতীয় গোল।

দ্বিতীয়ার্ধে ভালো ছন্দে থাকে মাশ্চেরানোর দল। পুরো ম্যাচে বল পজিশন ধরে রাখে। ম্যাচের ৬০ মিনিটে সার্জিও বুস্কেটসের পাসে মেসি প্রথম গোলটি পেলে মিয়ামি আরও ব্যবধান বাড়ায়। তার ১৫ মিনিট পরে বন্ধু সুয়ারেজের পাসে বল প্রতিপক্ষ জালে পাঠান আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। ঘরের মাঠে মিয়ামির সামনে কোনরকম সুবিধা করতে পারেনি রেডবুলস। লিগে বাকি দলগুলোর চেয়ে ৩ ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে মাশ্চেরানোর দল।

Scroll to Top