আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন ফাহমিদুল | চ্যানেল আই অনলাইন

আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন ফাহমিদুল | চ্যানেল আই অনলাইন

গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলে ডাক পেয়েছিলেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। সৌদি আরবে অনুশীলন ক্যাম্প শেষে ইতালি ফিরে যেতে হয় তরুণ উইঙ্গারকে। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে আবারও ডাক পেয়েছেন ফাহমিদুল।

জাতীয় দল থেকে ডাক পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে ফাহমিদুলের ইতালিয়ান ক্লাব। ইতালির চতুর্থ বিভাগের ক্লাব ক্যালবিও এফসি লিখেছে, ‘ওলবিয়া সকার আনন্দের সাথে জানাচ্ছে যে, ফাহমিদুল ইসলামকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক জাতীয় দলে ডাকা হয়েছে। গতকাল সকালে তার ডাক পাওয়া সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি ক্লাবের প্রধান কার্যালয়ে এসে পৌঁছায়।’

‘৪ জুন ফিফা টায়ার-১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুর জাতীয় দলের বিপক্ষের ২০২৬ এশিয়া কাপ বাছাইপর্বের জন্য প্রযোজ্য হবে। অভিনন্দন ফাহমিদুল!’

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে বাদ পড়ায় সমালোচনার মুখে পড়েছিলেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। দেশের ফুটবলপ্রেমীরা আন্দোলনও শুরু করেছিল। পরে আলোচনার মাধ্যমে ফাহমিদুলকে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ফুটবল কর্তারা।

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ৪ জুন রয়েছে একটি প্রীতি ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে। বাফুফে ক্যাম্পের শুরু থেকেই ফাহমিদুলকে চেয়েছে।

Scroll to Top