আবারও চারটি প্রধান হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব যুক্ত হল ইউক্রেনীয় ওলেক্সান্ডার উসিকের পাশে। সবশেষ পঞ্চম রাউন্ডে নকআউট করে হারিয়েছেন ইংল্যান্ডের বক্সার ড্যানিয়েল ডুবোয়াকে, যে জয়ে চতুর্থতম বেল্ট আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন (আইবিএফ) শিরোপা পেয়েছেন ৩৮ বর্ষী তারকা। ২৪ ম্যাচ অপরাজিত আছেন উসিক।
শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ৯০,০০০ দর্শকের সামনে উসিক শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন ফের, পঞ্চম রাউন্ডে নকআউটের মাধ্যমে ২৭ বর্ষী ডুবোয়াকে হারিয়ে হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন হয়ে। আইবিএফ জয়ের আগে থেকে তার কাছে বিশ্ব বক্সিং কাউন্সিল (ডাব্লিউবিসি), বিশ্ব বক্সিং সমিতি (ডাব্লিউবিএ), এবং বিশ্ব বক্সিং সংস্থার (ডাব্লিউবিও) শিরোপা ছিল। ছেলে বক্সারদের মধ্যে তিনবার প্রধান সব শিরোপা একত্রে জেতা প্রথম হলেন উসিক। ২০১৮ সালে ক্রুজারওয়েট এবং ২০২৪ সালে হেভিওয়েট বিভাগে সব শিরোপা জিতেছিলেন তিনি।
পঞ্চম রাউন্ডে উসিকের ডান হাতের জোড়াল আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ডুবোয়া। রেফারি ৮ পর্যন্ত গণনা করতেই উঠে দাঁড়ান ডুবোয়া। ওঠার সাথে সাথে আবারও উসিক আঘাত করলে আর উঠে দাঁড়াতে পারেননি তিনি। নকআউটের মধ্য দিয়ে ম্যাচ জিতে নেন উসিক। অপরাজিত ২৪ ম্যাচের ১৫টি তিনি জিতেছেন নকআউটে।
এবছর উসিক জানিয়েছিলেন, ডুবোয়া হবেন তার শেষ লড়াইয়ের আগের লড়াই। কে হবেন তাহলে উসিকের শেষ প্রতিপক্ষ? টাইসন ফিউরি ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ সালের এপ্রিলে উসিকের বিপক্ষে লড়াই দিয়ে আবারও রিংয়ে ফিরবেন। ২০২৪ সালে ফিউরিকে হারিয়েছিলেন উসিক।
ম্যাচের পর উসিক বলেছেন, ‘৩৮ বছর কোন বয়স নয়। এটাতো সবে শুরু। আমার শেষ প্রতিপক্ষ কে হবেন? হতে পারে টাইসন ফিউরি, হতে পারে ডেরেক চিসোরা বাঁ অ্যান্থনি জশুয়া অথবা জোসেফ পার্কার, আমি জানি না।’
উসিক আইবিএফ শিরোপা ছেড়ে দিলে ডুবোয়াকে শিরোপাটির বিজয় ঘোষণা করা হয়েছিল। তিনি অ্যান্থনি জশুয়াকে পঞ্চম রাউন্ডে হারিয়ে শিরোপা টিকিয়ে রাখেন। এবার সেটি হাতছাড়া হয়েছে। আগের বছর উসিকের কাছে নবম রাউন্ডে হেরেছিলেন ডুবোয়া, এবছর যা সময়ের আগেই শেষ হয়েছে।