গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় হার দেখল রংপুর রাইডার্স। প্রথম ম্যাচ সুপার ওভারে হারের পর এবার ১০ রানে হেরেছে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ার কাছে। ৫ দলের টুর্নামেন্টে রংপুরের অবস্থান এখন টেবিলে তলানিতে।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রানের পুঁজি পায় ভিক্টোরিয়া। জবাবে সৌম্য সরকার ফিফটি করলেও ৭ উইকেটে ১৪১ রানে থামে রংপুর।
সৌম্য ৪২ বলে ৪ বাউন্ডারি ২ ছক্কায় করেন ৫১। অপর ওপেনার স্টিভেন টেলর খেলেন ১৪ বলে ২৬ রানের ইনিংস। একটা সময় ১২ ওভারে ২ উইকেটে ১০১ করে জয়ের সুবাস পাচ্ছিল রংপুর।
জয়ের জন্য ৪৮ বলে রংপুরের দরকার ছিল ৫১ রান। অধিনায়ক নুরুল হাসান ও আফিফ হোসেনের ধীর ব্যাটিংয়ে শেষপর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ১৫ বলে ১০ করেন আফিফ, সোহানের ব্যাটে আসে ১০ বলে ৪ রান। শেষদিকে বলের সঙ্গে রান ব্যবধান বেড়ে গেলে আর সম্ভব হয়নি। রংপুরের ইনিংস থামে ৭ উইকেটে ১৪১ রানে।
রংপুরের পরের ম্যাচ ৪ ডিসেম্বর, ভোর ৫টায়। প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।