এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জামায়াতের নেতাকর্মীদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে এক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ ডিসেম্বর) নিজ জেলা মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
এসময় তিনি বলেন, এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই। সবাই এদেশের গর্বিত নাগরিক। তিনি প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উদ্দেশ্য করে বলেন, প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন আমাদেরকেও শান্তিতে থাকতে দিন। আপনাদের ঘরে কী হয় আমরা জানতে চাই না, আমাদের ঘরেও উঁকি মারবেন না।
জেলা আমীর শাহেদ আলীর সভাপতিত্বে ও ইয়ামির আলীর সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন, স্থানীয় ও জাতীয় নেতারা।