আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা | চ্যানেল আই অনলাইন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাহাত হোসাইন: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) বেলা ১১ টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সরদার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আজিবর সরদারের ছেলে আতাউর সরদার (৪০) ও সাইফুল সরদার (৩০)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরদার বাড়িতে আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এসময় আজিবর সরদারের তিন ছেলেসহ আরও দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করে এবং বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় আহতদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে আতাউর সরদার ও সাইফুল সরদার নিহত হয় এবং বাকি তিনজনকে ঢাকায় প্রেরণ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, নিহত সাইফুল ও শাজাহান গ্রুপের সাথে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যবসায়ী দ্বন্দ্ব চলে আসছিল। এরই অংশ হিসেবে আজ সকালে শাজাহান গ্রুপের লোকজন সাইফুল গ্রুপের উপর হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়। এ পর্যন্ত দুইজন নিহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

Scroll to Top