আত্মঘাতী বোমা হামলায় কাবুলে তালেবান সরকারের মন্ত্রী নিহত

আত্মঘাতী বোমা হামলায় কাবুলে তালেবান সরকারের মন্ত্রী নিহত

সিএনএনের এক খবরে বলা হয়েছে, মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, হামলাকারী বুধবার নিজেকে অতিথি পরিচয় দিয়ে শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় প্রাঙ্গণে প্রবেশ করেন। খলিল হাক্কানি দাপ্তরিক কাগজপত্রে স্বাক্ষর করার সময় বোমা বিস্ফোরণ ঘটায় ওই হামলাকারী।

তালেবানের দাবি, ইসলামিক স্টেটসের (আইএস) সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আইএস কিংবা অন্য কোনো সংগঠন এ হামলার দায় নেয়নি।

খলিল হাক্কানি তালেবানের একটি শক্তিশালী গোষ্ঠীর শীর্ষ সদস্য ছিল। গোষ্ঠীটি হাক্কানি নেটওয়ার্ক নামে পরিচিত। যুক্তরাষ্ট্র তাঁকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করেছিল।

Scroll to Top