আজও থাকতে পারে গরম, সপ্তাহ শেষে বাড়তে পারে বৃষ্টি

আজও থাকতে পারে গরম, সপ্তাহ শেষে বাড়তে পারে বৃষ্টি

আজও থাকতে পারে গরম, সপ্তাহ শেষে বাড়তে পারে বৃষ্টিআজও থাকতে পারে গরম, সপ্তাহ শেষে বাড়তে পারে বৃষ্টিরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও তাপমাত্রা বাড়তি থাকতে পারে। ফলে গরমের অনুভূতি বাড়তে পারে। তবে কয়েক জায়গায় বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, চলতি সপ্তাহের শেষ দিকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দেওয়া পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টি হলেও এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন, এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত নেই। পাশাপাশি, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতেও কোনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারা দেশে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। তখন তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Scroll to Top