হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৩৪ বছর বয়সী অভিনেতা আসিফ খান, যিনি পঞ্চায়েত, মির্জাপুর ওয়েব সিরিজ দিয়ে দর্শকদের কাছে পরিচিত।
হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যাচ্ছে।
শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পর অভিনেতা নিজেই তার সোশাল মিডিয়ায় আবেগী বার্তা দিয়ে শারীরিক অবস্থার কথা জানান।
আসিফ লিখেছেন, “গত ৩৬ ঘণ্টা ধরে যা দেখছি তা উপলব্ধি করছি। জীবন খুবই সংক্ষিপ্ত; প্রতিটা দিনকে গুরুত্বসহকারে নিতে হবে। এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে; তাই যা কিছু আছে, আর আপনি যেই, সেটার জন্য কৃতজ্ঞ থাকুন। আপনার জীবনে কারা গুরুত্বপূর্ণ, তা মনে রাখুন এবং তাদের সবসময় ভালোবাসুন। জীবন একটা উপহার, আমরা সৌভাগ্যবান।”
তিনি আরও লেখেন—“গত কয়েক ঘণ্টায় আমি কিছু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যার ফলে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে আনন্দের বিষয়, আমি এখন সেরে উঠছি এবং অনেকটাই ভালো আছি। আপনাদের ভালোবাসা, উদ্বেগ আর শুভকামনার জন্য ধন্যবাদ। আপনাদের সমর্থন আমার কাছে অনেক বড়। আমি খুব শিগগিরই ফিরছি।”
আসিফ খান শেষ অভিনয় করেছেন সিদ্ধান্ত সচদেব পরিচালিত ‘দ্য ভূতনি’ নামের একটি হরর-কমেডি সিনেমায়, যেখানে তিনি ‘নাসির’ চরিত্রে ছিলেন। এছাড়াও তিনি ‘পাতাল লোক’, ‘জামতারা, সবকা নম্বর আয়েগা’, ‘পাগলাইট’ সহ একাধিক ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন।
আগামীতে আসিফকে দেখা যাবে ‘থামা’ নামক একটি সিনেমায়, যেখানে তার সঙ্গে থাকবেন আয়ুষ্মান খুরানা, রাশ্মিকা মন্দান্না, পরেশ রাওয়াল, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও সঞ্জয় দত্ত। –ফাস্টপোস্ট