আগে সংস্কার তারপর নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইউনূস’

আগে সংস্কার তারপর নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইউনূস’

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই ২৪–এর আন্দোলনে অনেক স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এখনো জুলাই হত্যার বিচার পাননি তাঁরা। ছাত্র-জনতার আন্দোলনে গঠিত অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য কাজ করছে। দেশটাকে স্বপ্নের মতো সাজানোর সুযোগ এসেছে; কিন্তু একটি রাজনেতিক দল নির্বাচন নির্বাচন ধুয়া তুলে সংস্কারকাজ ব্যাহত করতে চাচ্ছে। কিন্তু দেশের মানুষ সেটি চান না। ৫৩ বছর মানুষ ওনাদের ভোট দিয়েছেন, রাজনীতি করেছেন, এ দেশের মানুষের কোনো পরিবর্তন করতে পারেননি।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক দলের জন্য আসেনি। দেশের ছাত্র-জনতা নতুন স্বপ্ন নিয়ে দেশের পরিবর্তনের লক্ষ্য নিয়ে আন্দোলন করেছে। তাঁরা চান, আগে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় খুনি হাসিনার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার। যদি সংস্কারের আগে নির্বাচন দিতে হয়, তাহলে ছাত্র–জনতার রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে নির্বাচন দিতে হবে।

Scroll to Top