আগামীকাল দেশে ফিরছেন সাকিব – DesheBideshe

আগামীকাল দেশে ফিরছেন সাকিব – DesheBideshe

আগামীকাল দেশে ফিরছেন সাকিব – DesheBideshe

ঢাকা, ১৬ অক্টোবর – দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু ২১ অক্টোবর থেকে। তার আগে প্র্যাকটিস সেশনে যোগ দিতে হবে সাকিব আল হাসানকে। ফলে দুই-একদিনের মধ্যেই ঢাকায় ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে আগামীকাল বৃহস্পতিবার কিংবা শুক্রবার ঢাকায় পা রাখবেন সাকিব। কড়া নিরাপত্তায় তিনি সরাসরি উঠবেন টিম হোটেলে।

স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে।

এই অবস্থায় সাকিবের দেশে ফেরা নিয়ে তৈরি হয় সংশয়। ভারত সফর শেষ করে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন তিনি।

তবে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছে, সাকিবকে হয়রানি করা হবে না। জনরোষের মুখে পড়তে পারেন এমন শঙ্কা থাকলেও তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলেই জানিয়েছে সরকার।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৬ অক্টোবর ২০২৪

Scroll to Top