আগামী ৯ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৭ সিরিজ। বাংলাদেশ সময় রাত ১১টায় লঞ্চ ইভেন্টটি কুপারটিনোর অ্যাপল পার্ক ক্যাম্পাসের স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে। ‘অ্যাওয়ে ড্রপিং’ এই ইভেন্টের সময়সূচী নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার ২৮ আগস্ট টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই ইভেন্টে তারা ২০২৫ সালের আইফোন লাইনআপ উন্মোচন করবে যার মধ্যে চারটি মডেল থাকতে পারে। এগুলো হলো- আইফোন ১৭ প্রো ম্যাক্স, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ এবং একটি সম্পূর্ণ নতুন স্লিম মডেল-আইফোন ১৭ প্লাস।
এই ইভেন্টে আইফোন ১৭ সিরিজ ছাড়াও নতুন অ্যাপল ওয়াচসহ আরও কিছু ডিভাইস লঞ্চ হবে। এছাড়া অ্যাপল নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ফিচার সম্পর্কে ধারণা দিতে পারে। তবে লঞ্চের আগে, আসন্ন আইফোন ১৭ সিরিজের প্রত্যাশিত ডিজাইন, রঙের বিকল্প, বৈশিষ্ট্য এবং ক্যামেরা নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। অ্যাপল আইফোন ১৭ সিরিজের ৫টি নতুন রঙের ইঙ্গিত দিয়েছে।
আইফোন ১৭ সিরিজে থাকবে চারটি মডেল
বিভিন্ন রিপোর্ট থেকে ইতিমধ্যেই জানা গেছে যে, আসন্ন আইফোন ১৭ সিরিজের অধীনে চারটি ডিভাইস লঞ্চ হবে, যারমধ্যে থাকবে আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো মাক্স। এরমধ্যে ‘এয়ার’ মডেলটি গতবছরের আইফোন ১৭ প্লাস-এর পরিবর্তে আসবে। আর এর বিশেষত্ব থাকবে পাতলা ডিজাইন।
অ্যাপলের এআই কৌশল
নতুন আইফোন লঞ্চের পাশাপাশি ইভেন্টের আরকটি মুখ্য আকর্ষণ হতে পারে অ্যাপল ইন্টেলিজেন্সের আপগ্রেড ভার্সন উন্মোচন। সম্প্রতি এআই আপডেট পিছিয়ে দিয়েছে অ্যাপল। মনে করা হচ্ছে, চ্যাটজিপিটি বা গুগল জিমিনি-এর মতো টুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই কোমর বেঁধে নামতে চলেছে আমেরিকার টেক জায়ান্টটি। গত বছর “বিল্ট ফর অ্যাপল ইন্টেলিজেন্স” ট্যাগলাইনসহ আইফোন ১৬ সিরিজ বাজারে আনা হয়েছিল। এবছরও নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচারগুলোই হতে পারে ইভেন্টের অন্যতম আকর্ষণ।