আবারও ধর্ষণের অভিযোগ উঠেছে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে শিরোপা জেতা পেসার জশ দয়ালের বিরুদ্ধ। ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছেন এক কিশোরী। দুবছর ধরে তাকে প্রতারণার ফাঁদে ফেলে যৌন নির্যাতন করা হয়েছে, বলেছেন অভিযুক্ত কিশোরী। কিছুদিন আগেও আরেকটি ধর্ষণ মামলা হয়েছে দয়ালের নামে।
জয়পুরের সাঙ্গানার থানায় দয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে, দয়াল অভিযোগকারীকে ক্রিকেট ক্যারিয়ারের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করেন এবং সীতাপুরার একটি হোটেলে আমন্ত্রণ জানান। যেখানে প্রথম নির্যাতনের শিকার হন কিশোরীটি। প্রথম ঘটনাটি ঘটে মেয়েটির বয়স ১৭ থাকাকালীন। পুলিশ যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের অধীনে মামলাটি নিয়েছেন। দোষী প্রমাণিত হলে দয়ালের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।
গাজিয়াবাদে সম্প্রতি অন্য আরেক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ২৭ বর্ষী দয়ালের বিরুদ্ধে। তাতে অভিযুক্ত হলে দয়ালের আবেদনের প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেন, এমন সময় নতুন অভিযোগ সামলে এলো।
আগে মামলায় দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগকারী বলেছেন, প্রায় পাঁচ বছর আগে তাদের দুজনের দেখা হয়েছিল। বিয়ে করবেন বলে পরিবারের সাথেও দেখা করিয়েছিলেন দয়াল। এবং, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বারবার যৌন নির্যাতন করেছেন।