ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী নাট্যোৎসব। আইইউবি থিয়েটারের আয়োজনে উৎসবটি আগামী ১৩-১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বৈশাখী এই নাট্যোৎসবে অংশগ্রহণ করছে চারটি স্বনামধন্য নাট্যদল, থাকছে চারটি অসাধারণ প্রযোজনা— যা আপনাকে নিয়ে যাবে গল্পের গভীরে, সময়ের সীমানা পেরিয়ে।
১৩ এপ্রিল সকাল ১১টায় মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’। এছাড়া একইদিন বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকবে ‘দ্বিতীয় মৃত্যুর আগে’।
নাট্যোৎসবের দ্বিতীয়দিন অর্থাৎ ১৪ই এপ্রিল দুপুর ১টায় মঞ্চায়িত হবে তীরন্দাজ রেপার্টরি নাট্যদলের ‘কণ্ঠনালীতে সূর্য’। এরপর বিকেল ৪টায় থাকছে মোহাম্মদ আলী হায়দারের নির্দেশনায় সামিনা লুৎফা নিত্রার ‘খনা’।
প্রতি নাটকের টিকিট মূল্য মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাচ্ছে আইইউবির গ্রাউন্ড ফ্লোরে DOSA অফিসের সামনে। তাছাড়া দর্শনার্থীরা অনলাইনের মাধ্যমেও টিকিট নিশ্চিত করতে পারবেন। অনলাইনে টিকিট সংগ্রহ করতে এই লিংকে প্রবেশ করুন আইইউবি বৈশাখী নাট্যোৎসব। অথবা যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: +8801307121767
এখানেই শেষ নয়, বৈশাখী উৎসবকে আরও রাঙিয়ে তুলতে থাকছে র্যাফেল ড্র — যেখানে এক টিকিটেই নাটক দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ! বৈশাখে হবে উৎসব, উৎসবে হবে নাটক।
/এটিএম