Last Updated:
তার পর থেকেই ওই এলাকায় কালজানি নদীতে ব্রিজের দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ডান বাম অনেক পুরবোর্ড ক্ষমতায় এসেছে। কালজানি নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। কিন্তু মানুষের দাবি পূরণ হয় নি। অবশেষে দাবি পূরণ হচ্ছে।

আলিপুরদুয়ার: একেবারে স্বপ্ন পূরণ বলতে যা বোঝায় তাই হচ্ছে দ্বীপচর বাসীর। পুর এলাকায় থেকেও নৌকায় কালজানি নদী পেড়িয়ে যেতে হত শহরে। স্বাধীনতার পর থেকেই ওই এলাকায় কালজানি নদীতে ব্রিজের দাবি করছিলেন। অবশেষে স্বপ্ন পূরণ।সৌজন্যে আলিপুরদুয়ার পুরসভা।দ্বীপচরে যাতায়াতের জন্য জয়েস ব্রিজ করবে আলিপুরদুয়ার পুরসভা। কালজানি নদীর উপর প্রায় ৪০০ মিটার লম্বা হবে এই ব্রিজ। ইতিমধ্যেই জমি জরিপ ও প্ল্যান পাশ হয়ে গেছে। প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করে এই ব্রিজ তৈরি করবে পুরসভা।
দ্বীপচর পরিদর্শনে গিয়ে এই কথা ঘোষণা করলেন পুর চেয়ারম্যান বাবলু কর। চেয়ারম্যানের এই ঘোষণাতে খুশি দ্বীপচরের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন, “ কালজানিতে নদীতে ব্রিজ হবে। আমরা সেই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করব । এটা আমাদের কাছে স্বপ্নের মত। সেই স্বপ্ন এই পুরসভা পূরণ করার উদ্যোগ নিয়েছে। পুর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এটা খুবই ভাল উদ্যোগ।”
উল্লেখ্য গোটা শহরটাই কালজানি নদীর পশ্চিম দিকে অবস্থিত। শুধু মাত্র ১৫ নম্বর ওয়ার্ডের একটি অংশ কালজানি নদীর পূর্ব দিকে অবস্থিত। সেই অংশের নাম দ্বীপচর । সেখানে প্রায় ১৫০ টি বাড়ি রয়েছে। লোকসংখ্যা প্রায় ৫০০। কিন্তু এই মানুষগুলো খাতায় কলমে পুর এলাকাতে বসবাস করলেও শহর থেকে বিচ্ছিন্ন থাকেন। কালজানি নদীতে ওই এলাকায় কোন ব্রিজ না থাকায় পকেটের টাকা খরচ করে নৌকা দিয়ে পারাপার করে শহরে আসতে হয় ওই মানুষগুলোকে।
বর্ষাকালে নদীতে জল বেড়ে গেলে নদীতে নৌকা পারাপার বন্ধ হয়ে যায়। সেসময় প্রায় ১৫ কিলোমিটার ঘুরে বীরপাড়া হয়ে আলিপুরদুয়ার শহরে আসতে হয় ওই এলাকার মানুষদের। ১৯৫৯ সালে আলিপুরদুয়ার পুরসভার পত্তন হয়। তার পর থেকেই ওই এলাকায় কালজানি নদীতে ব্রিজের দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ডান বাম অনেক পুরবোর্ড ক্ষমতায় এসেছে। কালজানি নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। কিন্তু মানুষের দাবি পূরণ হয় নি। অবশেষে দাবি পূরণ হচ্ছে।
এই দাবি পূরণের ফলে একদিকে পুর এলাকার মানুষেরা যেমন উপকৃত হবেন, তেমনি কোচবিহার জেলার বড় অংশের মানুষেরা উপকৃত হবেন। আলিপুরদুয়ার কোচ বিহার জেলার যোগাযোগ আরো সহজ ও নিবিড় হবে। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর বলেন, “ বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ বসানোর কাজ হচ্ছে। ওই এলাকাকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এপার থেকে পাইপ ওই পারে যাবে। আমরা একটা জয়েস ব্রিজ তৈরি করব। সেই ব্রিজের এক পাশ দিয়ে পাইপ যাবে। অন্য অংশ দিয়ে মানুষ ভালভাবে যাতায়াত করতে পারবে। কেউ করতে পারেনি । আমরা এই কাজ করে মানুষের পরিষেবা দেব। ”
জানা গিয়েছে পুর সভার ইঞ্জিনিয়ার, ভাইস চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলরকে নিয়ে এলাকা পরিদর্শনও করে এসেছেন পুর প্রধান। স্থানীয় কাউন্সিলর পার্থ প্রতীম মন্ডল বলেন, “ এটা দীর্ঘদিনের দাবি। সেই দাবি আমাদের চেয়ারম্যান পূরণ করে দিচ্ছেন। আমরা ওয়ার্ডবাসীরা এই পুরবোর্ডের কাছে চির কৃতজ্ঞ থাকব। “
Kolkata,West Bengal