জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি সহপাঠী আম্মান সিদ্দিকীকে দু’দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকার মৃত্যুতে আগামী দু’ দিন ক্লাস বন্ধ রেখে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। গোয়েন্দা পুলিশের কাছে আরেক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগ করেছেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী।
