ভারতের ‘অপারেশন সিন্দুর’ এর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী শনিবার ভোরে ‘অপারেশন বুনইয়ান উন মারসুস’ নামে একটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। এতে ভারতের একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর।
আজ ১০ মে শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান দাবি করেছে, শনিবার ভোররাতে ভারতীয় বাহিনী ইসলামাবাদ উপকণ্ঠসহ তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার বেশিরভাগই পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়। এর পরপরই পাকিস্তান অভিযান চালায়।
‘বুনইয়ান উন মারসুস’ অর্থ
এই সামরিক অভিযানের নামকরণ করা হয়েছে পবিত্র কোরআনের একটি আয়াত থেকে। ‘বুনইয়ান উন মারসুস’ অর্থ—’গলিত সীসা দ্বারা নির্মিত প্রাচীর’, যা প্রতীকীভাবে অটুট ঐক্য, শক্তি ও অজেয় প্রতিরক্ষা বোঝায়।
লক্ষ্যবস্তু ভারতীয় সামরিক ঘাঁটি
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ভারতের সামরিক স্থাপনায় চালানো এই পাল্টা হামলার মাধ্যমে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান আপসহীন অবস্থানে রয়েছে।
একটি অনির্দিষ্ট সময়ের ছবি প্রকাশ করেছে পাকিস্তানের আইএসপিআর, যেখানে দেখা যাচ্ছে-সেনা সদস্যরা অস্ত্রসজ্জিত একটি যানবাহনের পাশে দাঁড়িয়ে আছেন। সেই গাড়ির গায়ে ঝুলছে একটি ব্যানার, যেখানে ভারতের হামলায় প্রাণ হারানো শিশুদের নাম লেখা রয়েছে।
দুই দেশের মধ্যে কাশ্মীর ইস্যু কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এই অভিযানের ঘটনা ঘটল। বুধবার থেকে দুই পক্ষই একে অপরের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।