অপরাধী যে বাহিনীরই হোক, তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনভাবেই ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানান তিনি। গণকবরের প্রাচীর নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।