এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চলতি মৌসুমে সবশেষ তিন ম্যাচে দুটিতে হারের পর নিউক্যাসলের মাঠে নামে আর্সেনাল। ফিরেছে আরেকটি হার নিয়ে। পয়েন্ট টেবিলে চারে নেমেছে গত দুমৌসুম ধরে দুর্দান্ত খেলতে থাকা আর্সেনাল। নিউক্যাসলের সঙ্গে হারের পর অনুভূতি প্রকাশের ভাষাই হারিয়ে ফেলেছেন গানারদের কোচ মিকেল আর্তেতা।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে ১-০তে হেরেছে আর্সেনাল। শুরুর দিকে অ্যালেক্সান্ডার ইসাকের গোল গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। শেষপর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি গানাররা।
আগের দুমৌসুমে শিরোপা জয়ের কাছাকাছি গিয়েও পয়েন্ট টেবিলে দুইয়ে থেকে লিগ মৌসুম শেষ করেছিল আর্তেতার দল। এবার টানা তিন ম্যাচে পয়েন্ট হারানো নিয়ে এখনই প্রশ্ন, শিরোপার দৌড়ে ছিটকে যাচ্ছে আর্সেনাল?
৪২ বর্ষী স্পেনিয়ার্ড কোচ বলেছেন ‘গত মৌসুমে আট, নয় বা দশ ম্যাচ পরেই আমরা শিরোপা নিয়ে কোনো আলোচনা করিনি, এবারও এ বিষয়ে এখনই কোনো কথা বলতে চাই না।’
আর্সেনালের বিপক্ষে খেলা ১৯ ম্যাচের ১০টি হেরেছিল নিউক্যাসল। বাকি ৯ ম্যাচে ৭টি করেছিল ড্র, হেরেছিল দুটি। আরও একটি হারের পর আর্তেতা বলছেন, ‘কীভাবে এই ম্যাচের প্রতিক্রিয়া জানাবেন। সত্যি বলতে হারের পর কেমন অনুভব করছি তা বর্ণনা করার মতো সঠিক শব্দ বা উত্তর খুঁজে পাচ্ছি না। কারণ বুধবার রাতে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে আমাদের মাঠে নামতে হবে।’