অভিনেতা-কমেডিয়ান জনি লিভারের মেয়ে জেমি লিভার সম্প্রতি এক ভয়ঙ্কর ‘কাস্টিং কাউচ’-এর অভিজ্ঞতা শেয়ার করেছেন। একটি আন্তর্জাতিক প্রজেক্টের অডিশনের নামে তাঁকে ভিডিও কলে নগ্ন হতে বলা হয়েছিল বলে জানিয়েছেন জেমি।
ভারতীয় গণমাধ্যম জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত ছিলাম; কারণ, এটা ছিল একটা আন্তর্জাতিক প্রজেক্ট। তারা বলেছিল ভিডিও কলে অডিশন হবে। স্ক্রিপ্ট দেয়নি, বলেছিল ইম্প্রোভাইজ করতে হবে। নির্ধারিত সময়ে আমাকে একটা লিঙ্ক পাঠানো হয়, আমি যুক্ত হই। বলা হয় পরিচালক সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। ভিডিও বন্ধ রেখেই এক ব্যক্তি নিজেকে পরিচালক বলে পরিচয় দেন। বলেন, তিনি ট্র্যাভেল করছেন, তাই ভিডিও অন করতে পারছেন না। এরপর বলেন, “এটা একটি আন্তর্জাতিক সিনেমা, আপনি চরিত্রের দিক থেকে একদম পারফেক্ট, কিন্তু কিছু টেস্ট করা প্রয়োজন।”’
