অটোরিকশা চালককে গলা কেটে হত্যা | চ্যানেল আই অনলাইন

অটোরিকশা চালককে গলা কেটে হত্যা | চ্যানেল আই অনলাইন

কুমিল্লার লাকসামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ মে) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবু হানিফ (৩০)। তিনি উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় গ্রামের আলী আকবরের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের স্কুলের পিছনে মালেক মেম্বারের বাড়িতে অটোরিকশাচালক মো. আবু হানিফের গলাকাটা শরীর দেখতে পায় প্রতিবেশিরা। এসময় মনির হোসেন (৩৮) ও তার মা মঞ্জুমা বেগমকে ওই মরদেহের পাশে দেখা যায়। পরে ৯৯৯ এ খবর পেয়ে লাকসাম থানা পুলিশ হানিফকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অভিযুক্ত মনির হোসেন উত্তরদা ইউনিয়নের ঠেঙ্গারপাড়ের আব্দুল মতিন মেম্বারের ছেলে। বর্তমানে তিনি গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মালেক মেম্বারের বাড়িতে তার মাসহ বসবাস করে।

মনির হোসেনের বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলা রয়েছে। মাদকজনিত কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান জানান, অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত হচ্ছে। আমরা ওই বাড়িতে গিয়ে রক্তমাখা বস্তা পেয়েছি। এই ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

Scroll to Top