Wish Pond: এক ডুবেই ইচ্ছে পূরণ! হাবরার এই পুকুরে ডুব দিলেই সব মনের আশা পূরণ হয়! এমনটাই বিশ্বাস স্থানীয়দের

Wish Pond: এক ডুবেই ইচ্ছে পূরণ! হাবরার এই পুকুরে ডুব দিলেই সব মনের আশা পূরণ হয়! এমনটাই বিশ্বাস স্থানীয়দের

Last Updated:

Miracle Pond: এ যেন ইচ্ছা পূরণের পুকুর! ডুব দিলেই মেলে চাকরি, হয় সন্তান, দূর হয় শারীরিক কষ্ট, কোথায় দেখুন

X

Wish Pond: এক ডুবেই ইচ্ছে পূরণ! হাবরার এই পুকুরে ডুব দিলেই সব মনের আশা পূরণ হয়! এমনটাই বিশ্বাস স্থানীয়দের

পুকুরে ইচ্ছা পূরণে ডুব 

উত্তর ২৪ পরগনা: এ যেন ইচ্ছা পূরণের পুকুর। গরমের তীব্র দাবদাহ উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে মানুষ এসে ডুব দিচ্ছেন পুকুরের জলে। কেউ এসেছেন কলকাতার বেহালা থেকে কেউ দিঘা, কেউ ডোমকল, রাজ্যের নানা প্রান্ত থেকেই মানুষজন এসেছেন এই পুকুরে স্নান করতে। কেন জানলে রীতিমতো অবাক হবেন!

ডুব দিলেই নাকি মেলে চাকরি, সুস্থ হয় শরীর, মেলে সন্তান এই বিশ্বাস থেকেই হাবরার বানিপুরের ইতনা কলোনীর কামনা পুকুরে নেমেছিল মানুষের ঢল। প্রায় কয়েক হাজার মানুষ ডুব দিলেন এই কামনা পুকুরে। দূর দূরান্ত থেকেও বহু মানুষ এসেছেন পুকুরের জলে স্নান করে নিজের মন বাসনা পূরণ করতে।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

স্নান করতে আসা মানুষজন জানান, এই পুকুরে ডুব দিয়েই মনোবাসনা পূর্ণ হয়। অসুস্থ শরীরও হয়েছে সুস্থ। বেকারত্ব কাটিয়ে মিলেছে চাকরি। লোকমুখে এই কামনা পূরণের কথা চাউর হতেই, দূর-দূরান্ত থেকে মানুষজন আসেন একবার এই পুকুরে ডুব দিতে। দীর্ঘদিন সন্তান না হওয়ায় নানা সমস্যা মুখে পড়তে হচ্ছিল এক গৃহবধূকে, মনের ইচ্ছা নিয়ে এই পুকুরে ডুব দিতেই কয়েক মাসের মধ্যে কোলে আসে সন্তান বলেও জানান।

আরও পড়ুনBollywood Gossip: মায়ের দ্বিতীয় বিয়েতে ‘বড় পদক্ষেপ’,ছেলের দ্বিতীয় বিয়ে রিনা রায়ের বোনকে,এই বলিউডের বিখ্যাত মা ও ছেলে?

বিগত কয়েক বছর ধরে মনের ইচ্ছা নিয়ে মানুষজন কামনা পুকুরে ডুব দেন ভক্তি করে। সকাল থেকে এলাকা বাসীদের দেখা গেল এই পুকুরে স্নান করতে। আট থেকে আশি সকলেই একবার ডুব দিচ্ছেন পুকুরের জলে। চলে বিশেষ পুজোপাঠ। মনের ইচ্ছা পূরণ হলে অনেকেই দেন ভান্ডারা। তাই ভোগ প্রসাদেরও আয়োজন রাখা হয় পুকুরের স্নান করা মানুষজনকে খাওয়াতে। সঙ্গে চলে কাসর ডঙ্কা নিশান নিয়ে হরিনাম সংকীর্তন। তাই ইচ্ছা পূরণের পুকুরে মনের ইচ্ছা জানিয়ে স্নান করতে যেন গোটা এলাকায় ধরা পড়ছে উৎসবের মেজাজ।

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Wish Pond: এক ডুবেই ইচ্ছে পূরণ! হাবরার এই পুকুরে ডুব দিলেই সব মনের আশা পূরণ হয়! এমনটাই বিশ্বাস স্থানীয়দের

Next Article

Bangla News: রায়দিঘির পুকুরে ওগুলো কী! উঠে এল পরপর, দূরদূরান্ত থেকে ছুটে এল মানুষ! দেখেই চোখ জ্বলজ্বল করে উঠল

Scroll to Top