Wild Elephants: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বাড়ছে হাতি, চিন্তায় রেল

Wild Elephants: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বাড়ছে হাতি, চিন্তায় রেল

Last Updated:

খাবারের লোভে পাশ্ববর্তী রাজ্য থেকে হাতি ঢুকছে বাংলায়

* দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বাড়ছে হাতি, চিন্তায় রেলWild Elephants: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বাড়ছে হাতি, চিন্তায় রেল
* দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বাড়ছে হাতি, চিন্তায় রেল

কলকাতা:  রাজ্যে বাড়ছে হাতির সংখ্যা । গত এক বছরে দেড়শো হাতি বেড়েছে বঙ্গে। বাংলায় বর্তমানে হাতির সংখ্যা ৮০০।২০২০-২০২১ সালে যেখানে ২৫০-২৮০টি হাতি ছিল, তা এখন বেড়ে ৮০০টি হয়ে গিয়েছে। অন্তত ২০২৪ সালের ডিসেম্বর অবধি পাওয়া তথ্য বা পরিসংখ্যান তাই বলছে।এতদিন ভুরি ভুরি অভিযোগ আসত উত্তরবঙ্গে রেল লাইনে চলে আসছে হাতি। একাধিক বার দুর্ঘটনা ঘটছে। হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। আবার ইমারজেন্সি ব্রেক কষে প্রাণ বাঁচানো গিয়েছে হাতির। বারবার বন্যপ্রাণী রক্ষায় রেলের গতি হেরফের করেছে। এবার উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গর পশ্চিমের জেলাগুলিতে বেড়েছে হাতির সংখ্যা। যার ফলে রেল লাইনে হাতি এসে বিপদ ঘটানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রেল। মাঝে মধ্যেই রেল লাইনের পাশে তাদের উপস্থিতিও টের পাওয়া গেছে। এই অবস্থায় হাতি নিয়ে সাবধানী রেল।

বনদফতর  সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের চার জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ২০১৭ সালে মোট হাতি ছিল ১৯৪টি। বর্তমানে ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪টি। অর্থাৎ এই আট বছরে ৩০ হাতি বৃদ্ধি পেয়েছে।ঝাড়গ্রাম ডিভিশনে হাতি আছে ৪৪ টি,  নয়াগ্রামে ৩৪ এবং সাঁকরাইল ব্লকে ৬৬ হাতি আছে। বাকি ৮০টি হাতি ছড়িয়েছিটিয়ে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন রেঞ্জে। বন দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, বছরে প্রায় ১০ শতাংশ করে হাতি বাড়ছে। জানা গিয়েছে, নয়াগ্রাম এবং সাঁকরাইল ব্লকে ১০টির কাছাকাছি শাবক রয়েছে। অন্য দিকে ঝাড়গ্রাম রেঞ্জে জঙ্গলে শাবক রয়েছে ছয় থেকে সাতটি। এরাই মাঝে মধ্যে গ্রামে ঢুকে পড়ছে। এরাই চলে আসছে রেল লাইনের কাছাকাছি।আমরা প্রচার চালিয়ে বলছি, বনকর্মীদের খবর দেওয়ার পর তাঁরা না আসা পর্যন্ত গ্রামবাসীরা যাতে হাতিদের উত্যক্ত না করেন। বনকর্মীরা সর্বক্ষণ ডিউটি করেন। ছুটি নেই বললেই চলে, বিধানসভায় উল্লেখ করেছিলেন বীরবাহা হাঁসদা রাজ্যের বনমন্ত্রী।

Scroll to Top