Wild Animal Attack: অতিকায় চেহারা! বাড়ির সামনে পায়ের ছাপ! তছনছ ক্ষেত! ‌বিরল বন্যপ্রাণীর হানা এই জেলায়

Wild Animal Attack: অতিকায় চেহারা! বাড়ির সামনে পায়ের ছাপ! তছনছ ক্ষেত! ‌বিরল বন্যপ্রাণীর হানা এই জেলায়

Last Updated:

Wild Animal Attack: দিনে সেরকম একটা দেখা পাওয়া যাচ্ছে না। কিন্তু রাত হলেই খাবারের লোভে গ্রামে ঢুকছে। ওই এলাকায় কৃষিজমির সমস্ত শীতকালীন ফসল খেয়ে শেষ করে দিচ্ছে বন্য প্রাণী

X

Wild Animal Attack: অতিকায় চেহারা! বাড়ির সামনে পায়ের ছাপ! তছনছ ক্ষেত! ‌বিরল বন্যপ্রাণীর হানা এই জেলায়

নীলগাই

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : গ্রামে যে রোজ রাতেই সে ঢুকছে, তাঁর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে সকাল হতেই। তছনছ অবস্থা ক্ষেতের, বাড়ির সামনে পায়ের ছাপ! মাঝেমধ্যে পোষ্যদের গোঙানিও শোনা যাচ্ছে মধ্যরাতে। ফের একবার খবরের শিরোনামে নীলগাই। বালুরঘাট শহরের পর এবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভারিলা পাহাড়পুরে নীলগাইয়ের অত্যাচারের জেরে নাজেহাল স্থানীয় গ্রামবাসীরা।

বেশ কিছু মাস আগে প্রথম নীলগাই দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে।সেই সময় নীলগাইকে ধরতে নাজেহাল হতে হয় বন দফতরকে। সারা শহর জুড়ে চলে চিরুনি তল্লাশি। যদিও শেষ অবধি নীলগাই ধরা দেয়নি। ওই বন্যপ্রাণী নীলগাইকে আটক করতে পারেনি বালুরঘাট বনদফতর। কিছুদিন ধরে রাতে বেরোচ্ছে ওই বন্য প্রাণীটি। দিনে সেরকম একটা দেখা পাওয়া যাচ্ছে না। কিন্তু রাত হলেই খাবারের লোভে গ্রামে ঢুকছে। ওই এলাকায় কৃষিজমির সমস্ত শীতকালীন ফসল খেয়ে শেষ করে দিচ্ছে বন্যপ্রাণী নীলগাই।

আরও পড়ুন : পুতুলখেলার বয়সেই অন্তঃসত্ত্বা! কোলে সন্তান নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে কিশোরী মায়েরা

ক্ষতির জেরে কৃষকরা কাঁটাতারের বেড়া দিয়ে সারা জমি ঘিরে ফেলেছে। কিন্তু তাতেও কোনও সুরাহা কিছু হচ্ছে না বলে জানান গ্রামবাসীরা। চাষের জমিতে দেখা যায় নীলগাই-এর পায়ের ছাপ। স্পষ্ট বোঝা যাচ্ছে জমির মধ্যে নীলগাই চলা ফেরা করেছে। বনদফতর সূত্রে জানা যায়, খুব তাড়াতাড়ি ওই বন্যপ্রাণীকে ধরা হবে, তবে যে পরিমাণ চাষাবাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতির অর্থ সরকারি নিয়ম অনুযায়ী কৃষকদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বন দফতর থেকে।

Scroll to Top